• বিশ্বের ‘সবথেকে বড়’ সরস্বতী প্রতিমা, রেকর্ড গড়তে চলেছে মহেশতলা
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে নদিয়ার রানাঘাট। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরির প্রতিযোগিতা দেখা গিয়েছিল বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবে। তবে এ বার সরস্বতী পুজোতেও বিশাল উচ্চতার প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে বাটানগর। 

    দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভা এলাকার বাটানগরে তৈরি করা হয়েছে প্রায় ১১১ ফুটের সরস্বতী প্রতিমা। লোহার পাইপের কাঠামোর উপর থার্মোকল ও চট দিয়ে প্রতিমা গড়ে তুলছেন প্রতিমা শিল্পী সোমনাথ তামিল। ‘এটাই বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা’ বলেই দাবি করছেন বাটানগরের নিউল্যান্ড ময়দানের পুজোর উদ্যোক্তারা।

    বিশাল প্রতিমা তৈরির পাশাপাশি নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করেছেন উদ্যোক্তারা। আচমকা কোনও প্রাকৃতিক বিপর্যয় হলেও এই দশ তলা সমান উঁচু সরস্বতী প্রতিমা যাতে পড়ে না যায়, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের দাবি।

    মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল সাহা বলেন, ‘প্রতিমার মূল কাঠামোকে চারপাশ থেকে ঘিরে দশতলা সমান উঁচু বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। তার ভিতরে থাকছে লোহার পাইপ দিয়ে তৈরি কাঠামো। ফলে যদি ঝড় হয়, তাহলে প্রতিমা হেলে যাওয়ার কোনও অবকাশ নেই। বলা যায় সব দিক বেঁধে আমরা এই আয়োজন করেছি।’

    জেলার দূর-দূরান্ত থেকে দর্শকরা এই প্রতিমা দেখতে আসবেন বলেই আশা করছেন উদ্যোক্তারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের নিউল্যান্ডের দুর্গাপুজো এই এলাকায় খুবই জনপ্রিয়। সেই মাঠেই এ বার দশ তলা সমান উচ্চতার সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে। এটা আমাদের কাছে খুবই গর্বের।’

  • Link to this news (এই সময়)