• 'যদি হারিয়ে যায়?', মহাকুম্ভে শিশুদের নিয়ে ভয়ে বাবা-মায়েরা, জামায় কী লিখে দিলেন...
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভের মেলায় যদি হারিয়ে যায় শিশুরা! ভয়ে ভয়েই ঘুরছেন বাবা-মায়েরা। সন্তানের হাত ধরে, তাদের কোলে রাখলেও, চিন্তায় রয়েছেন সর্বক্ষণ। যদি একবার হারিয়ে যায়, সেই ভয়ে সন্তানদের জামার পিছনে আটকে দিচ্ছেন ছোট্ট একটি কাগজ। তাতে কী লেখা? 

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মহাকুম্ভের বহু ভিডিও ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি ভিডিওতে দেখা গিয়েছে কয়েকটি শিশুকে। তাদের জামার পিছনে একটি করে সাদা কাগজ আটকানো। তাতেই বড় বড় করে লেখা রয়েছে শিশুদের নাম, ঠিকানা। এমনকী পরিবারের সদস্যদের ফোন নম্বর। বাড়ির ঠিকানা। যাতে যদি তারা হারিয়ে যায়, শিশুদের খুঁজে পেলেই যেন সকলে সেই নম্বরে ফোন করে যোগাযোগ করেন। 

    মহাকুম্ভে বিশেষ তিথিতে শাহী স্নানের জন্য রোজ উপচে পড়ছে লক্ষাধিক মানুষের ভিড়। জনস্রোতে শিশুদের নিয়েই হাজির বহু পরিবার। ঠেলাঠেলির মধ্যে হারিয়ে যাওয়ার ভয় নিয়েই সামিল তারা। শিশুদের জামায় নাম, ঠিকানা লিখে দেওয়ার ভিডিওটি ভাইরাল হতেই, বাবা-মায়েদের বুদ্ধির প্রশংসা করেছেন নেটিজেনরা। 

    নিরাপত্তাকর্মী, পুলিশ, প্রশাসন থাকলেও, শিশুদের কাছে ঠিকানা থাকলে সহজেই পরিবারকে খুঁজে পাওয়া সম্ভব হয়। যদি কোনও সাধারণ মানুষ দেখতে পান, তিনিও সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন।
  • Link to this news (আজকাল)