• ঘরের তালা ভেঙে ফেসওয়াশ চুরি! মহাকুম্ভ থেকে ফিরেই মাথায় হাত বধূর ...
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: সাধের হাতঘড়ি নিয়েছে চোর। এই পর্যন্ত ঠিক ছিল। তা বলে ফেসওয়াশ! ভদ্রেশ্বরের সঙ্গীতা কবিরাজ মহাকুম্ভে পূন্য করে বাড়ি ফিরে দেখলেন তালা ভেঙে চুরি হয়েছে বাড়িতে। ছ্যাঁচড়া চোরকে হাতের কাছে পেলে পিটিয়ে জিজ্ঞেস করতেন, এভাবে কেউ চুরি করে?

    ভদ্রেশ্বর লিচুবাগানের বাসিন্দা সঙ্গীতা কবিরাজের স্বামী রাহুল, শ্বশুর শ্যামা প্রসাদ এবং পরিচিত আরও কয়েকজন দু'টি গাড়ি করে প্রয়াগরাজ গিয়েছিলেন গত ২৫ জানুয়ারি। সেখানে মহাকুম্ভে পূন্যস্নান করে আজ, শনিবার বাড়ি ফেরেন। আর বাড়ি ফিরেই হতবাক হয়ে যান। 

    বাড়ির সব তালা ভেঙে চুরি হয়ে গেছে। তিনটি আলমারি খুলে চোর নিয়ে গেছে দু'টি দামি হাতঘড়ি। একটি সোনার মঙ্গল সূত্র দেওয়া মুক্তোর হার, কিছু নতুন নোট, একটি গিম্বেল, একটি নিকন ক্যামেরা, আর সঙ্গীতার ফেসওয়াশ।

    সঙ্গীতা বলেন, 'পঁচিশ তারিখ মহাকুম্ভে গিয়েছিলাম পরিবার পরিজনদের সঙ্গে। আজ বাড়ি ফিরে দেখি তালা ভেঙে বাড়িতে চুরি হয়েছে। আমার একটি ফেসওয়াশ নিয়ে গেছে চোর। আমি চাইব আমার চুরি যাওয়া জিনিস যেন দ্রুত ফেরত পাই। আর চোরকে পুলিশ ধরলে, তাকে পেটাতে চাইব। এই রকম ছ্যাঁচড়ামি করে কেউ চুরি করে!' 

    কবিরাজদের প্রতিবেশী পিয়ালী ভট্টাচার্য বলেন, 'গতকাল রাতে কুকুর ডাকছিল খুব। ভাবলাম ওরা এমন ডাকে।আজ যখন পুলিশ এল জানতে পারলাম চুরি হয়েছে।' ফেসওয়াশ চোরের খোঁজ পেতে ভদ্রেশ্বর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।
  • Link to this news (আজকাল)