আজকাল ওয়েবডেস্ক: ফাঁকা বাড়িতে ছ'বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টা করেন নিজেরই দাদু। শিশুর চিৎকারে জড়ো হন প্রতিবেশীরা। হাতেনাতে ধরেও ফেলে দাদুকে। বেধড়ক মারধর শুরু হয়। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত বৃদ্ধ।
ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। শুক্রবার ঘটনাটি ঘটে মাজদিয়ার বাগানপাড়া এলাকায়। জানা গেছে, নির্যাতিতা শিশুর বাবার ভিন রাজ্যে কাজের সূত্রে থাকেন। তাকে নিয়ে মা বাপের বাড়িতে থাকেন। ওইদিন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েছিলেন মা। দাদুর কাছেই ছিল শিশুকন্যা। খেলাধুলা করছিল সে। আচমকা ফাঁকা বাড়িতে শিশুকে যৌন হেনস্থার চেষ্টা করেন তিনি।
শিশুর উপর দাদু ঝাঁপিয়ে পড়তেই, সে চিৎকার শুরু করে। যা শুনে ছুটে আসেন আশেপাশের লোকেরা। দাদুকে ওই অবস্থায় দেখে মারধর করেন প্রতিবেশীরা। ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি। তাকে দ্রুত নবদ্বীপ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেই সময়েই পালিয়ে যান অভিযুক্ত। পরে নির্যাতিতার মা ও প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ কৃষ্ণনগর আদালতে অভিযুক্তকে পেশ করা হয়। তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।