মোদী সরকারের বাজেটে ভোটমুখী বিহারের জন্য রয়েছে একাধিক ঘোষণা। যদিও বাংলার জন্য বড় কিছু শোনা যায়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মুখে। রাজ্যের শাসকদলের তরফে ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। যদিও পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর মন্তব্য, রাজ্যের অসহযোগিতার জন্যই কোনও প্রজেক্ট পায়নি বাংলা।
মোদী সরকারের বাজেটে বিহারের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণকে প্রমোটের জন্য ফোকাস করা হবে। IIT পটনাকে আরও আর্থিক সাহায্য করা হবে যাতে, বিস্তার ও প্রসার ঘটে। বিহারে মাখানা বোর্ডের ঘোষণা করা হয়েছে। এর ফলে মাখানা কৃষক ও মাখা ব্যবসায়ীরা উপকৃত হবেন। পটনা বিমানবন্দরের আরও উন্নয়নের পাশাপাশি ৩টি নতুন এয়ারপোর্ট গড়া হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, 'বিহারে মাখানা বোর্ড গঠন করা হবে। মাখানার উৎপাদন, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন ও বাজারজাতকরণের জন্য মাখানা বোর্ড প্রতিষ্ঠা করা হবে। এই কাজে নিয়োজিত ব্যক্তিদের FPO হিসেবে সংগঠিত করা হবে। বোর্ড মাখানা কৃষকদের সহায়তা এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করবে এবং তারা যাতে সমস্ত প্রাসঙ্গিক সরকারি প্রকল্পের সুবিধা পায় তা নিশ্চিত করার জন্য কাজ করবে।' বিহারে বিমান পরিষেবা সম্প্রসারণের জন্য একটি গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর বাইরে নির্মলা সীতারামন পাটনা বিমানবন্দরের সম্প্রসারণের ঘোষণা করেছেন। এ ছাড়া বিহতায় নির্মিত হবে ব্রাউনফিল্ড বিমানবন্দর।
বাজেট ইস্যুতে মোদী সরকারকে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাংলা বঞ্চিত, আগেও ছিল, এবারের বাজেটেও ফের তা প্রমাণিত। তিনি বলেন,'বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বিহারের নির্বাচনকে মাথায় রেখে সব কিছু বিহারকে দেওয়া হয়েছে। বিজেপি সরকার আসার পর বাংলার জন্য কিছুই দেওয়া হয়নি।'
পাল্টা সুকান্ত মজুমদার বলেন,'দেখা যাবে ধন ধান্য কৃষি যোজনাও বাংলার সরকার বাস্তবায়ন করছে না। যারা সবসময় মারামারি করে তাদের প্রজেক্ট দিয়ে কী করবেন? ওড়িশায় তো আগে বিরোধী দলের সরকার ছিল, ওরা তো প্রজেক্ট পেয়েছিল। আমি সেই জন্য পশ্চিমবঙ্গে সব নেতাদের বিশেষ করে শাসকদলের নেতাদের বলছি আপনারা লড়াই করুন, মারামারি করুন, কিন্তু সেটা নির্বাচন পর্যন্ত। নির্বাচনের পরে উন্নয়ন শেষ কথা, এখানে আমরা-ওরা করা উচিত নয়। বিজেপি করে বলে আপনারা একটা ঘর দিচ্ছেন না, আর আশা করেন কেন্দ্র প্রজেক্ট দেবে?'