• সরস্বতীর বদলে বিধু চন্দনের পুজো
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হবিবপুর: সরস্বতীর বদলে আদিবাসী সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর কাছে বিদ্যার দেবী ‘বিধু চন্দন’। শনিবার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের ফুটকামারি এলাকায় ধুমধাম করে হল বিধু চন্দন পুজো। ওরাওঁ, হেমব্রম, হাঁসদা জনগোষ্ঠীর মানুষ এই পুজোয় মেতে ওঠেন। পরম্পরা মেনে সরস্বতীর পরিবর্তে বিধু চন্দন পুজো করে হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকার আদিবাসী সমাজ। বিধু চন্দনের কাছে তাঁরা শিক্ষার অগ্রগতি, সুস্বাস্থ্য কামনা করেন।


    সাতবছর ধরে ফুলকামাড়ি এলাকায় এই পুজোর আয়োজন করে আসছেন স্থানীয় মানুষ। এদিন ব্লকের রাইস মিল হাট সংলগ্ন এলাকায় আদিবাসীরা জমায়েত হন। এরপর সেখানে সিধু, কানহোর মূর্তিতে প্রথমে মাল্যদান করে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তাঁরা। তারপর সেখান থেকে মিছিল করে ফুলকামারি এলাকায় পৌঁছন। সেখানকার থানে বিভিন্ন ফল, ফুল অর্পণ করে বিধু চন্দনের পুজো করেন প্রত্যেকেই। কোনও পুরোহিত নয়, নিজেরাই সকাল থেকে উপোস থেকে বিধু চন্দনকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন ও পুজো করেন। পুজোর পর খিচুড়ি ভোগের আয়োজন করা হয় সেখানে। প্রায় তিন হাজার ভক্ত সমাগমে জমজমাট মিলনক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।


    পুজোর উদ্যোক্তা রাকেশ হেমব্রম বলেন, আমরা বিদ্যার দেবী হিসেবে বিধু চন্দনের পুজো করি। এই পুজোয় জেলার বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত হন। সন্ধ্যার পর থেকে আদিবাসী নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান চলে সারারাত।
  • Link to this news (বর্তমান)