অরিজিৎ গুপ্ত, হাওড়া: বিহারের কুখ্যাত দুষ্কৃতীকে হাওড়া থেকে গ্রেপ্তার করল পুলিশ। বছর তিনেক আগে ডাকাতি ও খুনের ঘটনায় অভিযুক্ত ওই দুষ্কৃতী হাওড়া ময়দান সংলগ্ন নিত্যধন মুখার্জি লেনে গা ঢাকা দিয়েছিল সে। অবশেষে শুক্রবার গভীর রাতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করল পুলিশ।
হাওড়া থানা এলাকার নিত্যধন মুখার্জি লেনে পালিয়ে বেশ কয়েক বছর গা ঢাকা দিয়েছিল রাজা মাহাতো নামে ওই দুষ্কৃতী। কয়েকবছর ধরে খোঁজাখুঁজির পর গোপন সূত্রে গা ঢাকা দেওয়ার এই খবর পায় পুলিশ। এর পর বিহার পুলিশ ও হাওড়া সিটি পুলিশ শুক্রবার রাতে ২৭ নম্বর নিত্যধন মুখার্জি লেন থেকে ওই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। শনিবার রাজাকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য হাওড়া আদালতে তোলে বিহার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে বিহারের মোজাফফরপুরে একটি বহুজাতিক সংস্থার গোডাউনে ডাকাতি করার সময় এক কর্মীকে খুন করে রাজাবাবু ও তার শাগরেদরা। এরপর ডাকাতি করে পালিয়ে যায়। এই ঘটনা তদন্ত শুরু করে বিহার পুলিশ। তদন্তে নেমে মোজাফফরপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করে তারা। তাকে জিজ্ঞাসাবাদ করেই রাজা মাহাতো ওরফে রাজাবাবুর হদিশ পায় বিহার পুলিশ।
তদন্তকারীরা জানতে পারে, হাওড়াতেই রয়েছে কুখ্যাত রাজাবাবু। এরপর হাওড়া সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ভিনরাজ্যের পুলিশ। এরপর বিহার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের দুটি দল শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে অবশেষে নিত্যধন মুখার্জি লেন থেকে রাজাবাবুকে গ্রেপ্তার করে। হাওড়া থানা এলাকার দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল রাজাবাবু।