• এত ছোট, সত্যি! সর্ষেদানায় সরস্বতী বানিয়ে তাক লাগালেন নবদ্বীপের যুবক
    প্রতিদিন | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: সর্ষেদানার উপর তৈরি করা হল দেবী সরস্বতী। মাত্র পাঁচ মিলিমিটার আয়তনের ওই মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নদিয়ার নবদ্বীপের শিল্পী গৌতম সাহা। গত বছর আট মিলিমিটারের দেবী সরস্বতী বানিয়েছিলেন তিনি। এবার আরও ছোট মূর্তি বানালেন তিনি।

    গৌতমবাবু জানান, একটি সর্ষেদানার উপর মাটি, রং দিয়ে এই আজ তিনি করেছেন। নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা। ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় অঙ্কন শিক্ষক। তাঁর বাবা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক। দীর্ঘদিন ধরেই ওই পরিবার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে। লকডাউনের সময়ে তিনি এই ক্ষুদ্রশিল্প নিয়ে চর্চা শুরু করেছিলেন। ধীরে ধীরে হাত পাকাতে শুরু করেন তিনি।

    অতীতে তিনি কখনও মুগডালের উপর, কখনও ধানের ওপর একাধিক কীর্তির নজির তৈরি করেছিলেন। চক, চাল, ডালের উপর রবীন্দ্রনাথ ঠাকুর, চৈতন্য মহাপ্রভু-সহ একাধিক দেবদেবীর মূর্তি তিনি তৈরি করেছিলেন। তাঁর বাড়িতে সেসব অতি যত্ন সহকারে সাজানোও রয়েছে। ঠিক যেন ছোটখাটো একটি মিউজিয়াম।

    দিন ১৫ ধরে টানা এই মূর্তি তৈরির কাজ করেছেন গৌতম সাহা। তিনি বলেন, “করোনা আবহ থেকে শুরু করলেও এখন এই কাজের প্রতি একটা আসক্ত হয়ে পরেছি। পরবর্তীতে আরও এই ধরনের কাজ করার চিন্তাভাবনা রয়েছে।” এইসব কাজ কোনও সংগ্রহশালায় থাকুক, বা কোথাও প্রদর্শতি হোক, তাও চাইছেন শিল্পী। যদি কেউ এই কাজ শিখতে চান, তাকেও তিনি শেখাতে রাজি আছেন। কাজে আরও অনেক নতুনত্ব আনুক তিনি। তেমনই চাইছেন প্রতিবেশীরা।
  • Link to this news (প্রতিদিন)