• মানিকচকের বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা, প্রাণঘাতী হামলা? তদন্তে পুলিশ
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • দুর্ঘটনার সম্মুখীন হলেন মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মালদার মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়িকে একটি গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ। চালকের তৎপরতায় রক্ষা পান বিধায়ক। ঘাতক গাড়িটির খোঁজ করছে পুলিশ। 

    জানা গিয়েছে, নিজের বিধানসভা কেন্দ্রের কাজ সেরে ফিরছিলেন তিনি। রাজ্য সড়কের উপর ধরমপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে । বিধায়কের অভিযোগ, একবার ধাক্কা মারার পর ওই ট্রাকটি ফের ঘুরে এসে বিধায়কের গাড়িটি অনুসরণ করতে থাকে। সন্দেহ হওয়ায় গাড়ি থামিয়ে দেন বিধায়ক। সেখান থেকেই মানিকচক থানা এবং স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন তিনি। 

    বিধায়ক বলেন, ‘প্রথমে গাড়িটি সজোরে ধাক্কা মারে। ড্রাইভার পাশ কাটিয়ে দেওয়ায় বেঁচে গিয়েছে। পরে গাড়িটি ফিরে এসে ফের আমার গাড়িকে অনুসরণ করতে থাকে। আমার সিকিউরিটি ছিল। কিন্তু আমার প্রাণ সংশয়ে রয়েছে বলে মনে করছি।’ ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। 

    ঘটনায় মালদার বিজেপি নেতা অম্লান ভাদুড়ি বলেন, ‘বিধায়ককে কি প্রাণে মারার চেষ্টা চলছে? মালদায় এই ধরনের রাজনীতি ছিল না। কাউন্সিলার বাবলা সরকারকে গুলি করে হত্যা করা হয়েছিল। পুলিশের গোয়েন্দা দপ্তরের কাছে কি কোনও খবর থাকে না।’

  • Link to this news (এই সময়)