• ‘বিদ্যাং দেহি নমোহস্তুতে...’, সরস্বতী পুজোয় খুশির জোয়ার বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠে
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • ৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। হাতে বাকি আর মাত্র একটি দিন। এ বারের পুজোয় বিশেষ চমক রয়েছে পূর্ব মেদিনীপুরের বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠে। শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে তৈরি দেবী মূর্তি দিয়ে পুজো হবে এই স্কুলে।

    সরস্বতী পুজো ঘিরে স্কুলের পড়ুয়াদের উন্মাদনা থাকে তুঙ্গে। এক সঙ্গে দল বেঁধে পুজোর বাজার থেকে শুরু করে প্রতিমা আনতে যাওয়া, পুজোর জোগাড়, অঞ্জলি দেওয়া, বিসর্জন সবেতেই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মেলবন্ধন থাকে দেখার মতো। স্বভাবতই স্কুলে স্কুলে সরস্বতী পুজো নিয়ে খুশির জোয়ার দেখা যায়।

    একই ভাবে পূর্ব মেদনীপুর জেলার এগরার বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠে সরস্বতী পুজো অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠেছে। কারণ এই বছর সেখানে কোনও শিল্পীর কাছ থেকে প্রতিমা আনা হচ্ছে না। প্রতিমা তৈরি হচ্ছে স্কুলেই এবং তা তৈরি করছে শিক্ষক ও ছাত্রছাত্রীরা। ফলে উন্মাদনা তুঙ্গে এই বছর।

    এই বিষয়ে প্রধান শিক্ষক সৌমেন কুমার জানা বলেন, ‘স্কুলে এই বছর সরস্বতী পুজোর প্রতিমা নিজেরাই তৈরি করার বিষয়ে প্রথম উদ্যোগ নেন কম্পিউটারের শিক্ষক উত্তম পাত্র। তিনি শিল্পী মানুষ। তাঁর এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানাতে এ বার স্কুলেই তৈরি হচ্ছে প্রতিমা। ফলে এ বারের সরস্বতী পুজো স্কুলে আর এক দিনের জন্য নয়। পুরো একমাস জুড়ে। তাই সাজো সাজো রব। প্রতি দিন টিফিন ও ছুটির পর ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা মিলে তৈরি করা হচ্ছে প্রতিমা। সেই প্রতিমাই এ বার বিদ্যালয়ে পুজো করা হবে।’

  • Link to this news (এই সময়)