'রাতে মণ্ডপ ফাঁকা ছেড়ে যাবেন না' সরস্বতী পুজোর আগে ঘোষণা পুলিশের,দাবি শুভেন্দুর
হিন্দুস্তান টাইমস | ০২ ফেব্রুয়ারি ২০২৫
রাত পোহালেই সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনা। বছরের পর বছর ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এই সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এটাই চলে আসছে আবহমান কাল ধরে। তবে এবার ছবিটা যেন কিছুটা অন্যরকম। বার বারই একাধিক নজির তুলে ধরে বিরোধীরা দাবি করছেন যে সরস্বতী পুজোতে বাধা দেওয়া হচ্ছে।
এবার বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক পুলিশ আধিকারিক বলছেন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলা মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লিখেছেন, ‘মমতা পুলিশের নতুন বাণী, পুজোর উদ্যোক্তাদের রাত জাগার হয়রানি !!!’
'পশ্চিমবঙ্গে দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছেন তৃণমূলের ছাত্রনেতা থেকে তৃণমূল বুথ সভাপতি ও স্থানীয় নেতৃত্ববর্গ। উপদ্রবকারী সকলেই শাসক দলের নেতা কর্মী। কোথাও সদলবলে হুমকি দিচ্ছেন তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলি তো কোথাও তৃণমূল বুথ সভাপতি আলিমউদ্দিন মণ্ডল বিদ্যালয়ে ঢুকে হুমকি দিচ্ছেন শিক্ষককে।
এমতাবস্থায় খাস কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজোর নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট।
পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আগে থেকেই দায়িত্ব এড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে। মালদা পুলিশ জেলার পুখুরিয়া থানার ওসি বাপন দাসের নির্দেশ সরস্বতী পুজোর উদ্যোক্তাদের রাতে পাহারায় থাকতে হবে!
পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ও সামাজিক সংগঠনের মাধ্যমে লক্ষাধিক সরস্বতী পুজোর আয়োজন হয়। গৃহস্থ বাড়ির পুজোর সংখ্যা না হয় গণনার বাইরে রাখলাম। তা শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা, ছাত্র ছাত্রীরা কি সারারাত জেগে বসে থাকবে? আর পুলিশ কি করবে? পণ্য বহনকারী গাড়ি থেকে তোলা আদায় করবে? তোলামূলী দুষ্কৃতীদের অপরাধ করার সুযোগের সুব্যবস্থার পরিকল্পনা করবে?
পুলিশের কথা থেকে স্পষ্ট হচ্ছে যে ঠাকুর অধিষ্ঠিত হওয়ার পর থেকে দায়িত্ব উদ্যোক্তাদের। পশ্চিমবঙ্গের মানুষ বুঝুন এই সরকার ও প্রশাসনের মতলব কি, আমাদের সংস্কৃতির রক্ষা আমাদের স্বয়ং কেই করতে হবে, আর তারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে।'
শুভেন্দু দাবি করেছেন, পুলিশের কথা থেকে স্পষ্ট হচ্ছে যে ঠাকুর অধিষ্ঠিত হওয়ার পর থেকে দায়িত্ব উদ্যোক্তাদের।