• যক্ষ্মা নির্মূলে রামপুরহাট স্বাস্থ্য জেলায় শুরু বিসিজি টিকাকরণ
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: শনিবার থেকে যক্ষ্মা দূরীকরণে প্রাপ্ত বয়স্কদের বিসিজি টিকাকরণ শুরু হল। রাজ্যের সাতটি জেলা হাসপাতালের সঙ্গে রামপুরহাট স্বাস্থ্যজেলাতেও পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হয়েছে। যা ৩১ মার্চ পর্যন্ত চলবে। ছ’টি ক্যাটাগরিতে ভাগ করে এই স্বাস্থ্যজেলার মোট জনসংখ্যার ৩০ শতাংশ মানুষকে এই টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। টিবি মুক্ত ভারত অভিযান শুরু হয়েছে। লক্ষ্য ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মাকে সম্পূর্ণভাবে নির্মূল করা। সেই জন্য নিক্ষয় মিত্র নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। নিক্ষয় মিত্র অভিযানের অধীনে পর্যাপ্ত পুষ্টির জন্য রোগীদের ‘নিউট্রিশন কিট’ দেওয়া হয়। এবার যক্ষ্মা নির্মূল কর্মসূচির অঙ্গ হিসেবে প্রাপ্তবয়স্কদের বিসিজি টিকাকরণ শুরু হল। 


    রামপুরহাট স্বাস্থ্যজেলার এক কর্তা বলেন, জন্মের সঙ্গে সঙ্গে বিসিজি ভ্যাকসিন দেওয়া হলেও আজীবন সেই টিকা কার্যকর থাকে না। তাই ফি বছর এই রোগে আক্রান্ত নতুন নতুন রোগী পাওয়া যাচ্ছে। বর্তমানে এই স্বাস্থ্যজেলায় যক্ষ্মা আক্রান্তের সংখ্যা প্রায় ১৭০০। তাই এই টিকাকরণ শুরু হল। এই স্বাস্থ্যজেলায় মোট জনসংখ্যা ১৬ লক্ষ ৫০ হাজারের মতো। তার মধ্যে ছ’টি ক্যাটাগরিতে ভাগ করে ৩০ শতাংশ মানুষকে এই টিকা দেওয়া হবে। যাঁদের ৬০ বছরের উপরে বয়স, ডায়াবেটিস রয়েছে, ধূমপান করেন, পাঁচ বছরের মধ্যে টিবি রোগে আক্রান্ত হয়েছেন, যাঁদের বাড়িতে তিনবছরের মধ্যে টিবি রোগী ছিল এবং ১৮ বছরের নীচে যাদের রোগা পাতলা চেহারা তাদের এই টিকা দেওয়া হবে। এই ধরনের মানুষকে চিহ্নিত করতে আশা ও স্বাস্থ্যকর্মী ঘুরে ঘুরে সার্ভের কাজ করেছেন। টিকা নেওয়ার পর ওই ব্যক্তি যেমন টিবিতে আক্রান্ত হবেন না, তেমনই সংক্রমণও কমবে। কোভিডের মতোই এই টিকা নেওয়ার পর সার্টিফিকেট দেওয়া হচ্ছে। 


    এদিন রামপুরহাট স্বাস্থ্যজেলার আটটি ব্লক, নলহাটি ও রামপুরহাট পুবসভা মিলিয়ে ১৩টি পয়েন্ট থেকে এই টিকাকরণ হয়। এদিন ময়ূরেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টিকা নেন এই স্বাস্থ্যজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে, ময়ূরেশ্বর বিধায়ক অভিজিৎ রায়। 


    সিএমওএইচ বলেন, প্রথম দিনেই ৫০০-র বেশি মানুষ বিসিজি টিকা নিয়েছে। মার্চের মধ্যে দু’লক্ষ সাত হাজার মানুষকে টিকাকরণের টার্গেট নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)