• ফরাক্কায় অগ্নিদগ্ধ হয়ে প্রৌঢ়ার মৃত্যু
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বহরমপুর: উনুনে রান্না করার সময় কাপড়ে আগুন ধরে যাওয়ায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ফরাক্কা থানার চাদোর গ্রামে। শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃতের নাম সালেহা খাতুন(৫১)। কোনও অভিযোগ হয়নি বলে জানিয়েছে ফরাক্কা থানার পুলিস। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ছাদে কাঠের জ্বালে রান্না করছিলেন সালেহা খাতুন। জোরে হাওয়া দেওয়ায় উনুন থেকে তাঁর কাপড়ে আগুন ধরে যায়। জ্বলন্ত অবস্থায় তিনি চিৎকার শুরু করেন। সালেহা খাতুনের পাঁচ ছেলে মেয়েই ছোট। মাকে জ্বলতে দেখে কেউ ভয়ে এগিয়ে আসতে সাহস করেনি। প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় বেনিয়াগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। 
  • Link to this news (বর্তমান)