• প্রতারণার এক লক্ষ ৮৫ হাজার উদ্ধার, সাফল্য সাইবার সেলের
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: প্রতারণার ঘটনায় বড় সাফল্য পেল বোলপুর সাইবার সেল। প্রতারকরা ওটিপি, সিমকার্ড ক্লোনিং প্রভৃতির মাধ্যমে সাধারণ মানুষের টাকা লুট করছিল। ‌সাইবার জালিয়াতি সংক্রান্ত পোর্টালে এনিয়ে অভিযোগ জমা পড়ে। এরপরই বোলপুর ও শান্তিনিকেতন থানা সহ স্থানীয় সাইবার সেল সক্রিয় হয়। সম্প্রতি মহকুমা পুলিস প্রশাসনের তত্ত্বাবধানে থাকা সাইবার সেল প্রতারিত ১২জনের ১ লক্ষ ৮৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এদিন একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রতারিতদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। পুলিসের এক আধিকারিক বলেন, ‘অভিযোগ না জানালে পুলিস কাজ করে না’–অনেকেই এই ধারণা নিয়ে থাকেন। বোলপুর, শান্তিনিকেতন থানা এলাকার অনেকেই প্রতারিত হয়েছিলেন। সাইবার সেল তৎপরতার সঙ্গে প্রতারকদের কাছ থেকে ওই টাকা উদ্ধার করতে পেরেছে। এর পিছনে যে চক্র রয়েছে, তার সদস্যদের খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে। পুলিসের এই পদক্ষেপে অত্যন্ত খুশি প্রতারিতরা। তাঁরা পুলিস প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)