• সাগরদিঘিতে বাইকের সঙ্গে সংঘর্ষে টোটো চালকের মৃত্যু
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, জঙ্গিপুর: শনিবার দুপুরে সাগরদিঘির পাটকেলডাঙায় বাইকের সঙ্গে সংঘর্ষে টোটো চালকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম শিবলাল সোরেন(৫০)। তাঁর বাড়ি সাগরদিঘি থানার চণ্ডীগ্রাম বড়পুকুর এলাকায়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিবলালবাবু টোটোতে যাত্রী নিয়ে সাহাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। পাটকেলডাঙা ও বারালার মধ্যবর্তী ইটোর এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে। টোটোর চালক সহ যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। বাইকটি রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরে চাষের মাঠে গিয়ে পড়ে। বাইকে থাকা দুই আরোহীও ঘটনাস্থলে ছিটকে পড়েন। ঘটনায় টোটোর সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। স্থানীয় লোকজন জখমদের সকলকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক টোটো চালককে মৃত বলে ঘোষণা করেন। এক বাইক আরোহীর পা ভেঙে গিয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। টোটোর যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিস জানিয়েছে, জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)