সংবাদদাতা, বোলপুর: বীরভূম জেলায় বোমা উদ্ধারের ঘটনা অব্যাহত। নানুর, সাঁইথিয়া, কীর্ণাহারের পর এবার তাজা বোমা মিলল শান্তিনিকেতন থানায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতনের লোহাগড়ে ময়ূরাক্ষী সেচ ক্যানেল সংলগ্ন এলাকায় বোমাগুলি বালতিতে রাখা ছিল। সেখানে প্রায় ১০টি তাজা বোমা ছিল। স্থানীয় বাসিন্দাদের নজরে আসায় তড়িঘড়ি তারা শান্তিনিকেতন থানায় খবর দেন। পুলিস এসে জায়গাটিকে ঘিরে রেখে বম্ব স্কোয়াডকে খবর দেয়। পরে বম্ব স্কোয়াডের সদস্যরা এসে সেই বোমাগুলি নিষ্ক্রিয় করেন। তবে বারবার বোমা উদ্ধারের ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন জেলা পুলিস প্রশাসন।