নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘দেহে কাটাকাটি না করার জন্যই ময়নাতদন্ত করা হয়নি। মৃত্যুর কারণ জানতেই ময়নাতদন্ত করা হয়। যখন জানা গিয়েছে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাহলে আবার ময়নাতদন্তের কী প্রয়োজন?’ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে মারা যান জামুড়িয়ার কেন্দার বাসিন্দা বিনোদ রুইদাস। তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়নি। এমনকী দেওয়া হয়নি ডেথ সার্টিফিকেটও। শনিবার মৃতের বাড়ি যান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। সেখানেই যোগী সরকারের ময়নাতদন্ত না করা নিয়ে সাফাই দিয়ে এই কথা বলেন বিজেপি নেতা। তাঁর যুক্তি, মৃতের আধার কার্ডে যে নামের বানান রয়েছে সেই অনুযায়ী ডেথ সার্টিফিকেট দিতে হবে। তা না হলে ক্ষতিপূরণের টাকা পাবেন না। সেই কারণেই তাড়াহুড়ো করে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। আশা করছি উত্তরপ্রদেশ সরকারের ঘোষণা করা ক্ষতিপূরণের ২৫লক্ষ টাকা এক মাসের মধ্যেই পাবে ওই পরিবার। তৃণমূল মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, কেন ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি? যোগী সরকারের ব্যর্থতা ঢাকতেই বিজেপি নেতারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।