• কাঁথিতে সমবায় নির্বাচনে প্রার্থী দিতে পারল না গেরুয়া শিবির
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কাঁথি: কাঁথি-৩ ব্লকের কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপি প্রার্থী দিতে পারল না। ন’টি আসনের মধ্যে পাঁচটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল সিপিএম। আর চারটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। ভোট রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এক্ষেত্রে তৃণমূল প্রার্থীদের মুখোমুখি হতে হলেও এগিয়ে থাকায় তাদের জয় সুনিশ্চিত বলে মনে করছে সিপিএম। সংশ্লিষ্ট উত্তর কাঁথি বিধানসভা বিজেপির দখলে রয়েছে। লোকসভা নির্বাচনেও বিজেপি এখানে এগিয়ে গিয়েছিল। অথচ এই সমিতির নির্বাচনে একটিও আসনেও প্রার্থী দিতে পারেনি বিজেপি। 


    জানা গিয়েছে, নির্বাচন উপলক্ষ্যে গত ২৮জানুয়ারি মনোনয়ন-পর্ব শুরু হয়। মনোনয়ন প্রত্যাহারের দিন ছিল শুক্রবার। সিপিএমের ন’জন প্রার্থী মনোনয়ন দেন। চারটি আসনে প্রার্থী দেয় তৃণমূল। বিজেপি প্রার্থী দেয়নি। এর ফলে পাঁচটি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে সিপিএম। নিজেদের খাসতালুকে দলের এহেন দুদর্শায় চিন্তিত পদ্ম-শিবিরের নেতারা। পাঁচটি আসনে প্রার্থী দিতে না পারাও তৃণমূলের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন এই সমিতি সিপিএমের দখলে ছিল। শেষ নির্বাচন হয় ২০১৫সালে। তারপর থেকে ১০বছর ধরে প্রশাসক নিযুক্ত ছিলেন। সিপিএম নেতা ঝাড়েশ্বর বেরা বলেন, পাঁচটি আসনে জিতে যাওয়া এলাকায় বামেদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে আমরা মনে করছি। এই ব্লকেরই দু’টি সমবায় সমিতি বন্ধ হয়ে গিয়েছে। মানুষ বুঝেছে, সমবায় সমিতির মতো আর্থিক প্রতিষ্ঠান চালাতে তৃণমূল সমর্থিত প্রার্থীরাও অযোগ্য। বিজেপিও তাই। সবকিছু মাথায় রেখে তৃণমূল ও বিজেপি-উভয় দলের কেউ প্রার্থী হতে চাইছেন না। বিজেপি নেতা, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল বলেন, সমবায় ভোটে যেহেতু সরাসরি রাজনৈতিক দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয় না, তাই মনোভাবাপন্ন মানুষজন ভোটে নেমেছেন। দু’জন জয়ীও হয়েছেন। সিপিএম মিথ্যাচার করছে। 


    তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ বলেন, ওই সমিতি বহুদিন বামেদের দখলে ছিল। ওরা ওদের মতো করে সমিতিটি পরিচালনা করে। সবদিক বিচার-বিবেচনা করে তৃণমূল সবগুলি আসনে প্রার্থী দেয়নি।
  • Link to this news (বর্তমান)