• দুর্ঘটনা রোধে পঞ্চায়েতকে এবার যুক্ত করছে পুলিস
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ মহকুমায় পথ দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রাণহানির ঘটনায় উদ্বেগ বেড়েছে। দুর্ঘটনা রোধে পুলিসকে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। তাই পথ দুর্ঘটনায় রাশ টানতে এবার পঞ্চায়েতগুলিকেও কাজে লাগাচ্ছে পুলিস। দুর্ঘটনা কমাতে পারলে সংশ্লিষ্ট পঞ্চায়েতকে পুরস্কারও দেওয়া হবে। এমনই ঘোষণা করছে মহকুমা পুলিস। শনিবারই পুরশুড়া থানায় পঞ্চায়েতের জন প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করে পুলিস। সেখানে এলাকায় দুর্ঘটনা রুখতে পঞ্চায়েতগুলিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।


    আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, দুর্ঘটনা রুখতে পঞ্চায়েতগুলিকে আমরা এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। রাস্তায় বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার নানা কারণও রয়েছে। পুলিস যেমন যান নিয়ন্ত্রণ করবে পাশাপাশি পঞ্চায়েতগুলিও একাধিক বিষয়ে যাতে নজরদারি চালায় তারজন্য বলা হয়েছে। যেসব পঞ্চায়েতে দুর্ঘটনা কমবে এক মাস পর তার মূল্যায়ন করে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে কর্তৃপক্ষকে বিশেষ পুরস্কার দেওয়ার কথাও আমরা ঘোষণা করেছি। 


    পুরশুড়া-১ পঞ্চায়েতের সদস্য রহিম দেওয়ান বলেন, আমাদের পঞ্চায়েত এলাকার উপর দিয়েই গিয়েছে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। তাই দুর্ঘটনা তো হয়ই। এদিন পুলিসের সঙ্গে বৈঠকে পুরশুড়া মোড়ে সিগন্যাল ব্যবস্থা, সামন্ত রোডে আন্ডারপাস গড়তে পরামর্শ দিয়েছি। ইঞ্জিন ভ্যানগুলিতে আলো, রিফ্লেকটার লাগানোর জন্য সচেতনতা গড়ে তোলা হবে। পুলিসের সঙ্গে যৌথভাবে দুর্ঘটনা রুখতে ব্যবস্থা নেওয়া হলে তা ভালো হবে। 


    পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে পুরশুড়া থানা এলাকায় ১৫ জন পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসেও তিনজনের পরিবার স্বজন হারিয়েছেন। তাই দুর্ঘটনা রুখতে বারবার বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। পুরশুড়া ছাড়াও মহকুমার অন্যান্য থানা এলাকাতেও পথ দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাই পুলিসের ঊর্ধতন কর্তৃপক্ষও এলাকায় পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে নির্দেশ দিয়েছে। এজন্য একাধিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সেইমতো পুলিস বিভিন্ন জায়গায় যান নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নিচ্ছে।


    পুলিস সূত্রে জানা গিয়েছে, অনেক সময় গ্রামীণ রাস্তাতেও ভারী যান চলাচল করে। সেক্ষেত্রে পঞ্চায়েতের সঙ্গে পুলিসের সমন্বয় রেখে কাজ করা হবে। কোথাও রাস্তা বেহাল থাকলে সেইসব অংশ সংস্কারে পঞ্চায়েত কর্তৃপক্ষকে সংযুক্ত করা হচ্ছে। রাজ্য সড়কগুলিতে ট্রাফিক সিগন্যাল বা অন্যান্য পরিকাঠামো ব্যবস্থা গড়ে তুলতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পুলিস জানিয়েছে, আপাতত সরস্বতী পুজো উপলক্ষ্যে সব স্কুলের সামনে গার্ডরেল ও নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তারসঙ্গে মাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যেও আগাম পরিকল্পনা নেওয়া হচ্ছে। গ্রামীণ রাস্তায় ভারী যান চলাচল রুখতে হাইট বার বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মদ্যপান করে গাড়ি চালালেও কড়া পদক্ষেপ নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)