বিধায়ক সাবিত্রী মিত্রের উপরে হামলার অভিযোগ, চাঞ্চল্য
বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহের মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের উপরে হামলার চেষ্টার অভিযোগ। জানা গিয়েছে, শনিবার রাত দশটা নাগাদ নিজের বিধানসভা কেন্দ্র থেকে ইংলিশবাজারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিধায়ক। মানিকচকের চণ্ডীপুর ব্রিজের কাছে একটি লরি সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা মারে। তখন গাড়ির সামনের আসনে বসে ছিলেন বিধায়ক। চালক কোনওমতে সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে গেলে লরিটি তাঁদের পিছু নেয় বলে অভিযোগ। শনিবার রাতের এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই প্রসঙ্গে বিধায়ক বলেন, ‘বিধানসভা এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফেরার সময় সামনের দিক থেকে একটা লরি এসে আমার গাড়িতে ধাক্কা মারে। প্রথমে নিছক দুর্ঘটনা ভেবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু বারংবার ওই লরিটি আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছিল। আমাকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা হয়েছিল। বেঁচে ফিরব ভাবতেই পারিনি।’ গোটা বিষয়টি নিয়ে পুলিসের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, ঘটনার সময় বিধায়কের নিরাপত্তারক্ষী তাঁর সঙ্গেই ছিল। গাড়িতেই বসেই সাবিত্রীদেবী ঘটনাটি আইসি এবং এসপিকে জানান। এরপর পুলিস এসে তাঁকে উদ্ধার করে। রাতেই বাড়িতে গিয়ে বিধায়কের সঙ্গে কথা বলেন ইংলিশবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ। লরিটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।