• বিশেষ শিবির পরিদর্শনে জেলাশাসক, রাস্তা-জলের সমস্যা জানালেন বাসিন্দারা
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্প পরিদর্শন করলেন মালদহ ডিভিশনাল কমিশনার মহম্মদ গোলাম আলি আনসারি, জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া সহ জেলা প্রশাসনের অন্য আধিকারিকেরা।  শনিবার দুপুরে গাজোল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত চাকদা পাড়া এলাকায় ক্যাম্পে আসা সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা ঠিকমতো পাচ্ছেন কি না খতিয়ে দেখেন তাঁরা। একাংশ উপভোক্তা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের কাছে পেয়ে এলাকার একাধিক সমস্যার কথা তুলে ধরেন। ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলেই সমস্যাগুলি খাতায় নোট করে সমাধানের আশ্বাস দেন।


    গ্রামবাসী রাজু সোরেন বলেন, আমাদের সাব সেন্টার থেকে ছোট হাঁসদা পাড়ার প্রায় এক কিমি রাস্তা বেহাল। মাঝে কিছু অংশ পাকা হয়েছে। বাকি রাস্তা কাঁচা থাকায় চলাফেরা করতে খুবই ভোগান্তি হয়। এলাকায় দুটি সাবমার্সিবলের মধ্যে একটি নষ্ট হয়েছে। অন্যটি থেকে সবাই জল নেন বলে চাপ বাড়ে। গ্রামে আলো না থাকার কথাও জেলাশাসককে জানিয়েছি। তিনি জয়েন্ট বিডিওকে সব জানাতে বলেছেন। 


    এদিন জেলাশাসক বলেন, সব সমস্যা নোট করে ফোন নম্বর নেওয়া হয়েছে। সমস্যা খতিয়ে দেখা হবে।


    বিশেষ ক্যাম্পে একাধিক আদিবাসীর সঙ্গে কথা বলেন ডিভিশনাল কমিশনার। এদিন কৃষক বন্ধুর ডেথ বেনিফিট ফর্ম ফিলআপ করতে এসে  গীতা সোরেন, ভরতি রায় জেলাশাসকের সামনে কেঁদে ফেলেন। খোদ জেলাশাসক তাঁদের নির্দিষ্ট প্রকল্পের ফর্ম পূরণে সাহায্য করেছেন। ওই মহিলারা বলেন, কৃষক বন্ধু প্রকল্পে ২ লক্ষ টাকা পাওয়া যায় আমরা জানতাম না। এদিন ফর্ম পূরণ করেছি। টাকা পেলে উপকার হবে।


    গাজোলের জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল বলেন, দুটি প্রত্যন্ত গ্রামে প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা এসেছিলেন। সুষ্ঠুভাবে ক্যাম্পগুলি শেষ হয়েছে।
  • Link to this news (বর্তমান)