বালুরঘাটের ডাঙ্গিতে দাঁড়িয়ে থেকে জমি খালি ভূমিকর্তার
বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, পতিরাম: পোস্টার লাগিয়ে সরকারি জমি বলে চিহ্নিত করা হয়েছে। তা সত্ত্বেও নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি জমিতেই তৈরি করা হয়েছিল দোকান। প্রশাসন সতর্ক করলেও দিব্যি কাজ চালিয়ে যাচ্ছিলেন দোকান মালিক। শনিবার ওই এলাকায় গিয়ে দোকান খুলিয়ে জায়গা খালি করালেন বালুরঘাটের বিএলআরও। ঘটনাটি বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায়। বিএলআরও রমেন্দ্রনাথ মণ্ডল বলেন, সরকারি জমির উপর দোকানটি তৈরি হয়েছিল। শুক্রবার সতর্ক করলেও না শুনে কাজ চালিয়ে যাচ্ছিলন মালিক। তাই দোকানটি তুলে দিলাম। এরপর অনিয়ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ওই দোকান মালিক মিঠু রায়ের দাবি, আগে একটা দোকান করেছিলাম। অসুস্থ হওয়ার পর থেকে আর কাজ করতে পারিনি। তাই বাড়ির কাছে ওই জায়গা পড়ে রয়েছে বলে ভেবেছিলাম দোকান করে সংসার চালাব। সরকার পরে চাইলে ছেড়ে দিতাম। আজ সব খুলে দিয়েছে।
বালুরঘাটের নানা জায়গায় সরকারি জমি পড়ে রয়েছে। গত লোকসভা নির্বাচনের পর সরকারি জমি চিহ্নিত করে ভূমি দপ্তর সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল। তারপরেও নানা জায়গায় জমি দখলের অভিযোগ সামনে আসছে। কয়েক মাস আগে বালুরঘাটের কামারপাড়ায় স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় একটি বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছিল। এমনকী ডুমুইর এলাকায় একটি স্কুলের জায়গা দখল করে বেআইনি নির্মাণ করা হয়। দুই জায়গাতেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। এবার ডাঙ্গিতেও এমন অভিযোগের পর দোকান সরানো হল। বালুরঘাট শহরেও আত্রেয়ী খাঁড়ির জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। সেই জায়গায় মাপজোখ শুরু করেছে প্রশাসন। সেখানেও এবার অভিযান চালানোর দাবি উঠেছে।