• জাল টিকিট, ধৃত ২
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রায়গঞ্জ: জাল লটারি বিক্রির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃত সঞ্জিত রায়ের বাড়ি রায়গঞ্জের উকিলপাড়ায় এবং শুভ মণ্ডল শিল্পীনগর এলাকার বাসিন্দা।পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বেশকিছু জাল লটারি পাওয়া গিয়েছে। শুক্রবার রাতে জাল টিকিট বিক্রি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় রায়গঞ্জ পুলিস জেলার এসপি সানা আক্তার বলেন, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই জাল লটারি বিক্রির চক্রের পিছনে কারা রয়েছে তদন্ত করছি।
  • Link to this news (বর্তমান)