সংবাদদাতা, শিলিগুড়ি: ন্যাশনাল গেমসে পুরুষদের খো খো’তে ব্রোঞ্চ জিতল বাংলা। আর এই কৃতিত্বের অংশীদার শিলিগুড়ির দুই খো খো খেলোয়াড় অনুকূল সরকার ও বাবন বর্মন। টেবিল টেনিসের শহর হলেও খো খো তে শিলিগুড়ির ঈর্ষণীয় সাফল্য রয়েছে। চলতি ন্যাশনাল গেমসে খো খো খেলায় শিলিগুড়ির সেই সুনাম বজায় রাখার জন্য অনুকূল সরকার ও বাবন বর্মনকে অভিনন্দন জানিয়েছেন শিলিগুড়ি মহকুমা খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক ভাস্কর দত্ত মজুমদার।