নিজস্ব প্রতিনিধি, মালদহ: অবশেষে বাড়ি ফিরলেন কুম্ভস্নানে গিয়ে নিখোঁজ মালদহের বৃদ্ধা। ইংলিশবাজার শহরের উত্তর কৃষ্ণপল্লির বাসিন্দা বছর একষট্টির অনিতা ঘোষ। পূর্ণকুম্ভ স্নানে গিয়ে হারিয়ে যাওয়ায় পর শুক্রবার রাতে বাড়ি ফিরেছেন তিনি। শনিবার বাড়িতে গিয়ে দেখা যায় অনিতার কাছে ফিরে আসার গল্প শুনছেন তাঁর ছেলে, বউমা ও নাতি। অনিতার কথায়, ২৮ জানুয়ারি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিজেকে দড়িতে বেঁধে নিয়েছিলাম। স্নান করার সময় আচমকা চারিদিক থেকে জনস্রোত আসে। সেই সময় নদীতে পড়ে গিয়েছিলাম। বাকি সদস্যরা আমার হাত ধরে টেনে তোলেন। পরক্ষণেই তীব্র জনস্রোতে ছন্নছাড়া হয়ে গিয়েছিলাম। কোনও রকমে উঠে দাঁড়িয়ে দেখি পরিচিতরা কেউ সেখানে নেই। আমার মোবাইলও আত্মীর কাছে ছিল।
অনিতার পুত্রবধূ অষ্টমী ঘোষ বলেন, মা বাড়িতে ফিরে এসেছেন। এর থেকে বড় পাওনা আর কী হতে পারে।
বৃহস্পতিবার সকালে অনিতার নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। ২৭ জানুয়ারি ২০ জন সদস্যের সঙ্গে প্রয়াগরাজ গিয়েছিলেন অনিতা। ২৮ জানুয়ারি রাতে ত্রিবেণী সঙ্গমে স্নানের সময় পদপিষ্টের ঘটনায় তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েন। অনিতা বলেন, ওখানে পুলিস ছিল। কিন্তু আমার ভাষা কেউ বুঝতে পারছিল না। আমিও বুঝতে পারছিলাম না। এক বাঙালি মেয়ের সঙ্গে দেখা হয়। তার সঙ্গেই পুলিসের কাছে গিয়ে আত্মীয়দের ফোন করি। কিন্তু ওদের ফোনটি সুইচড অফ বলছিল। পরে জানতে পারি ব্যাগ সমেত ওদের মোবাইল হারিয়ে গিয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, অনিতা নিখোঁজ থাকার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা দেখে দক্ষিণেশ্বরের এক মহিলা সোশ্যাল মিডিয়া থেকেই ফোন নম্বর জোগার করেন এবং মালদহের অনিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি অনিতাকে প্রথমে হাওড়া স্টেশনে নিয়ে আসেন। সেখান থেকে ট্রেনে শুক্রবার রাতে মালদহের বাড়িতে ফিরেছেন বৃদ্ধা।