দুর্ঘটনায় জখম চালক
বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, ইটাহার: ১২ নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা বালিবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা রডবোঝাই ট্রেলারের। ঘটনায় ট্রেলারের কেবিনে আটকে গুরুতর জখম চালক। শনিবার সকালে সরাইদিঘি এলাকায় পথ দুর্ঘটনায় জখম চালকের নাম চন্দ্রেশ্বর প্রসাদ। বাড়ি মোজাফফরপুর এলাকায়। রায়গঞ্জমুখী রডবোঝাই ট্রেলারটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুমড়েমুচড়ে যাওয়া ট্রেলারের কেবিনে আটকে পড়েন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিস। দীর্ঘক্ষণ কেবিনে আটকে ছিলেন চালক। দুর্ঘটনায় ব্যাপক যানজট হয়। পুলিস ক্রেনের সাহায্যে ট্রাকটিকে সরালে পরিস্থিতি স্বাভাবিক হয়। জখম চালককে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পুলিস। পরে তাঁকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়। পুলিসের অনুমান, ঘন কুয়াশার ফলে দুর্ঘটনাটি ঘটেছে।
Link to this news (বর্তমান)