• তৃণমূলে যোগদান
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি জামার এলাকায় তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল। বংশীহারি ব্লকের আবু তাহের বুথ, ধুতুরা বুথ, বনিপাড়া বুথ এবং শিওল উত্তর থেকে মোট ১৮৫ টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। মন্ত্রী বলেন, মানুষের বিপদে-আপদে তৃণমূল পাশে থাকে। বিরোধী দলগুলি শুধুমাত্র ভোটের রাজনীতি করে। মানুষের জন্য কাজ করে না। যাঁরা এটা উপলব্ধি করতে পেরেছেন, তাঁরাই আমাদের দলে যোগদান করছেন। আগামী দিনে জেলা জুড়ে যোগদান কর্মসূচি চলবে।
  • Link to this news (বর্তমান)