• বিহারের ভুট্টাখেতে উদ্ধার ইসলামপুরের তরুণীর দেহ, শরীরে আঘাতের চিহ্ন
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরের এক তরুণীর দেহ উদ্ধার হল বিহারে। ইসলামপুর শহরের ৪ নং ওয়ার্ড লাগোয়া বিহারের পোটিয়া থানার উদগারা নয়াবস্তি এলাকায় একটি ভুট্টা খেত থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে। বছর সতেরোর তরুণী ইসলামপুরের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, তরুণী দু’দিন নিখোঁজ ছিলেন। শনিবার তাঁর দেহ  বিহার পুলিস উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের ২১ টি জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ, খুন করা হয়েছে তরুণীকে। তাঁর বাবা একটি চায়ের দোকান করে সংসার চালান। বিহারের পোটিয়া থানায় অভিযোগ জানাতে গিয়েছেন তিনি। মৃতার পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করে ফেলে দেওয়া হয়েছে। দোষীর কড়া শাস্তি দাবি করেছে তারা। পোটিয়া থানার পুলিস বিষয়টি খতিয়ে দেখছে।   স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ বাবলু বলেন, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। সম্পর্কের কথা জানাজানি হতেই গা ঢাকা দেয় যুবক। তার পরিবারকে নিয়ে সালিশি সভা হয়েছিল। তাদের বলা হয়েছিল যুবককে বাড়ি নিয়ে আসতে। এরই মধ্যে এই খুনের ঘটনা। তিনদিন আগে উদগারায় জলসায় গিয়েছিলেন তরুণী। আমাদের সন্দেহ সেখান থেকে প্রেমিকের সঙ্গে যান তিনি। মৃতার গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। আমার অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে। এদিকে, তরুণীর দেহ নিয়ে প্রেমিকের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় পরিবার ও স্থানীয়রা। পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
  • Link to this news (বর্তমান)