পুজোর জন্য গাঁদার মালা ২০ টাকা, পলাশ ৬০০ টাকা কেজি
বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, রায়গঞ্জ: সরস্বতী পুজোর আগে রায়গঞ্জের বাজারগুলিতে ফল ও ফুল বিক্রি হল প্রায় দ্বিগুণ দামে। শনিবার বিকেল থেকে ফল ও দশকর্মা ভাণ্ডারে ক্রেতাদের ভিড় উপচে পড়ল। পুজোর উপকরণের দাম দ্বিগুণ হলেও বাগদেবীর আরাধনায় খামতি রাখতে নারাজ শহরবাসী। শনিবার পুজোর বাজার ছিল ভিড়ে ঠাসা। মোহনবাটি বাজারে এদিন গাঁদা ফুলের একটি চেন বিক্রি হয়েছে ২০ টাকায়। পলাশ ফুল বিক্রি হয়েছে ৬০০ টাকা কেজিতে। ফলের দামও বেশ চড়া। আপেল ও কমলাবেলুর দাম বাকি দিনের তুলনায় এদিন বেশি ছিল। ফল বিক্রেতা গোবিন্দ সরকার বলেন, বেশকিছু ফলের দাম একটু বেশি রয়েছে পুজোর জন্য। ৪০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে ডাব। কুলের চাহিদা ছিল সবথেকে বেশি। এবার আপেল কুল বাজার মাতাচ্ছে। দাম কেজি প্রতি ৮০ টাকা। এদিন প্রতিমা বিক্রি করতে বাজারে আসেন শেফালি পাল। বলেন, পুজো নাকি দুদিন। একদিন হলেই ভালো হতো। দুদিন পুজো হওয়ায় বুঝতে পারছি না কেমন বিক্রি হচ্ছে। রবিবারও প্রতিমা নিয়ে বসতে হবে। পুজোর বাজার শেষে রায়গঞ্জের বাসিন্দা রিমা লাহা বলেন, দু-একটা জিনিসের দাম বেশি রয়েছে পুজোর জন্য। তবে পুজোর দিনে দাম তো একটু থাকবেই। ফল, ফুলের বাজার একটু চড়া থাকলেও সরস্বতীর আরাধনায় কোনও কার্পণ্য নেই মানুষের মধ্যে।
Link to this news (বর্তমান)