• দুয়ারে সরকারে সুপারহিট সামাজিক সুরক্ষা যোজনা
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: নবম দুয়ারে সরকার কর্মসূচিতে হিট সামাজিক সুরক্ষা যোজনা। প্রশাসন সূত্রে খবর, সাতদিনে সামাজিক সুরক্ষায় আবেদনের সংখ্যা ২ লক্ষ ৩২ হাজার ৯৪৫ টি। শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত ১ লক্ষ ৩ হাজার ৩৯৯ টি আবেদনের অনুমোদন দিয়েছে প্রশাসন। বাকি ১ লক্ষ ২৯ হাজার ৫৪৬ টি আবেদনের অনুমোদনের প্রক্রিয়া চলছে। শনিবার দুপুর দুটো পর্যন্ত মালদহের ১৫টি ব্লক ও দু’টি শহরের ক্যাম্পে সমাগমের সংখ্যা ৪৬ হাজার ১৪২ জন। প্রশাসন সূত্রে খবর, গত সাতদিনে দুয়ারে সরকার ক্যাম্পে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সর্বাধিক আবেদন ঐক্যশ্রী প্রকল্পের জন্য। যাতে সাতদিনে মোট ৮৬ হাজার ১৭২টি আবেদন জমা পড়েছে। যার মধ্যে ৭৭ হাজার ৫৫৭টি আবেদন মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যে ১৫ হাজার ৫২০ জন প্রকল্পের সুবিধা পেয়েছেন। বাকি ৮ হাজার ৬১৫টি আবেদনপত্রের প্রক্রিয়া চলছে। নবম দুয়ারের সরকার ক্যাম্পে ৩৭ টি প্রকল্পের আবেদন করা যাচ্ছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার। যা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। ২১ জানুয়ারি মালদহে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বয়সের সীমা বৃদ্ধির ঘোষণাও করেছিলেন মুখ্যমন্ত্রী। মালদহে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছে ১৬ হাজার ৭৭৪টি। প্রশাসনের এক কর্তা জানান, ইতিমধ্যে জেলার অধিকাংশ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আগেই আবেদন করেছেন। তাই এবার আবেদনের সংখ্যা কিছুটা কম। আবেদনের নিরিখে দুয়ারে সরকার ক্যাম্পে তৃতীয় স্থানে রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প। আবেদনের সংখ্যা ১৮ হাজার ৯৮৪টি। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ৭ হাজার ৭টি। মালদহ জুড়ে এবছর ৪ হাজার ৭৪টি দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয়। গত বছরের তুলনায় দু’শো চারটি ক্যাম্প বাড়তি করা হয়েছিল। দুয়ারে সরকার ক্যাম্পের কাজকর্ম দেখার জন্য টাস্কফোর্স তৈরি করেছেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। 
  • Link to this news (বর্তমান)