নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার শেষ হল রাজ্য সরকারের নবম পর্যায়ের দুয়ারে সরকার। এই পর্যায়ে মোট এক কোটির বেশি মানুষ হাজির হন বিভিন্ন ক্যাম্পে। প্রায় ৬৩ লক্ষের বেশি মানুষ আবেদন করেছেন ৩৭টি প্রকল্পে। তবে, রাজ্য সরকারের শ্রমদপ্তরের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আবেদন পড়েছে ৩৭ লক্ষেরও বেশি। যা বিশেষ উল্লেখযোগ্য বলে মত ওয়াকিবহল মহলের। দপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়ম মেনে আবেদন যাচাই করা হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত আবেদনের ভিত্তিতে পরিষেবা প্রদান নিশ্চিত করতে চাইছে সরকার। আর সেই মতো শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া।