• স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন বসিরহাটে
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: শালিকার নাবালিকা কন্যাকে ধর্ষণের ঘটনা জেনে ফেলেছিলেন স্ত্রী। এজন্য তাঁকে খুন করেন স্বামী। এই অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। বিচারকের সাজা শুনে কান্নায় ভেঙে পড়লেন সাজাপ্রাপ্ত আসামি। স্ত্রী তাজমিরা বিবিকে খুনের জন্য স্বামী জামসেদ আলি মণ্ডলকে শুক্রবার দোষী সাব্যস্ত করেন বসিরহাট আদালতের বিচারক। শনিবার বিচারক  জামসেদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।


    এই বিষয় বসিরহাট আদালতের আইনজীবী গোলাম মোস্তফা বলেন, জামসেদের স্ত্রী তাজমিরা বিবির দিদি-জামাইবাবু তাঁদের চার বছরের মেয়েকে ওই বাড়িতে রেখে নিখোঁজ হয়ে যান। এরপর শিশুকন্যাটির বয়স যখন মাত্র সাত বছর, তখন থেকেই সে মাসি-মেসোর বাদুড়িয়ার বাগজোলার বাড়িতে থাকতে শুরু করে। তখনই মেসো জামসেদ তাকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে। তবে একদিন একথা স্ত্রী তাজমিরা বিবি জানতে পেরে যান। তিনি প্রতিবাদ করলে গত ২০১৮ সালের ৮ এপ্রিল রাতে স্ত্রী তাজমিরাকে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে খুন করেন জামসেদ। এরপর ১০ এপ্রিল জামসেদকে পুলিস গ্রেপ্তার করে। স্ত্রীকে খুন ও নাবালিকাকে ধর্ষণ অভিযোগে সেই থেকে তাঁকে জেল হেফাজাতে রেখে চলে বিচার। এরপর বসিরহাট ফাস্ট ট্র্যাক থ্রি কোর্টের বিচারক স্ত্রীকে খুনের দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। অন্যদিকে, বসিরহাট আদালতে তার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের মামলা এখনও পকস আইনে চলছে।
  • Link to this news (বর্তমান)