নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদ্যার দেবী সরস্বতী মায়ের আরাধনায় মাতবে গোটা বাংলা। চলতি বছরের তিথি অনুযায়ী, আজ রবিবার ও কাল সোমবার দু’দিন ধরে বাগদেবীর পুজোর সুযোগ মিলবে। পুজো মিটলে মায়ের নিরঞ্জন পর্বের জন্য বিশেষ আয়োজন করেছে রেল। জানা গিয়েছে, পূর্ব রেলের আওতায় থাকা শিয়ালদহ ডিভিশনের নিয়ন্ত্রণাধীন চক্ররেল পরিষেবা এই বিসর্জনের দিনগুলিতে বিঘ্নিত হবে। কাল সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিনদিন বিকেল ৪টে থেকে ভোর ৫টা পর্যন্ত চক্ররেল পরিষেবা নিয়ন্ত্রিতভাবে চলবে। এই সময়ে রোজ ১৮টি ট্রেন চলাচল ব্যাহত হবে। এর মধ্যে একজোড়া ট্রেন (৩০৪১৬, ৩০৪৫১) তিনদিন বাতিল থাকবে। এই ক’দিন ৬টি ট্রেন (৩০৩১২, ৩০৩১৪, ৩০১২২, ৩০৩৩১, ৩০১১১, ৩০৩১৩) কলকাতা স্টেশন পর্যন্ত যাতায়াত করবে। অর্থাৎ ওই স্টেশনেই যাত্রা শুরু ও বিরতি করবে। পাশাপাশি গুচ্ছ ট্রেন শিয়ালদহ, বালিগঞ্জ, মাঝেরহাট হয়ে ঘুরপথে যাতায়াত করবে।