• আতশবাজির ফুলকি থেকে আহত আট
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: আতশবাজির ফুলকি লেগে আহত হলেন আটজন। বুধবার কাকদ্বীপের বিধান ময়দানে ফুটবল কার্নিভাল শুরু হয়েছিল। শুক্রবার ছিল এই কার্নিভালের শেষ দিন। এদিন রাতে ফাইনাল খেলার আগে মাঠের মধ্যে আতশবাজি ফাটানোর আয়োজন ছিল। তখনই হঠাৎ বাজির ফুলকি দর্শকদের দিকে ছিটকে পড়ে। এই ঘটনায় আটজন আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
  • Link to this news (বর্তমান)