নলিতে ছুরি চলা মাত্রই তরুণীর মৃত্যু নিশ্চিত হয়, ময়নাতদন্তে ইঙ্গিত
বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গলার নলি কাটাতেই মৃত্যু হয়েছে রাফিয়া সাকিলের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই ইঙ্গিত দিয়েছেন চিকিৎসক। শনিবার দুপুরে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত হয়। লালবাজার সূত্রের খবর, রাফিয়ার দেহে মোট ৫টি গভীর আঘাতের চিহ্ন মিলেছে। যারমধ্যে বুকে ১টি, গলাতে ১টি, হাতে ২টি। লালবাজার সূত্রে এই খবর জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে ই এম বাইপাসের মেট্রোপলিটন এলাকায় একটি জনপ্রিয় ধাবার সামনে পার্ক সার্কাসের কলিন্স লেনের বাসিন্দা এক কিশোর তার বাবার প্রেমিকা রাফিয়াকে নৃশংসভাবে খুন করে। সেই ঘটনার তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা নিশ্চিত, রীতিমতো পরিকল্পনা করেই খুন করা হয়েছে ওই সুন্দরী তরুণীকে। কীসের ভিত্তিতে এমন দাবি করছেন গোয়েন্দারা? নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা বিভাগের এক সূত্র জানাচ্ছেন, ‘একটি পরিকল্পিত খুনের নেপথ্যে বেশ কতগুলি ধাপ থাকে। এই ধাপগুলি হল, মোটিভ বা উদ্দেশ্য, ইচ্ছে, প্রস্তুতি এবং চুড়ান্ত ধাপে অপরাধ সংগঠিত করা। বাইপাস হত্যাকাণ্ডের ক্ষেত্রে তার সবক’টিই রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রগতি ময়দান থানার পুলিস জানতে পেরেছে, বাইপাস হত্যাকাণ্ডে ওই নাবালক কাগজ কাটার জন্য ব্যবহৃত ধারাল ভাঁজ করা ছুরি জোগাড় করেছিল। জিপিএস ট্র্যাক করে তার বাবা এবং ওই তরুণীর গতিবিধি সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই ঘটনাস্থলে এসেছিল ওই নাবালক। মৃত্যু নিশ্চিত করতে ওই নাবালক রাফিয়ার গলাতেই সরাসরি ছুরি চালিয়েছে। রাফিয়ার হাত এবং বুকের বাকি চারটি আঘাত প্রতিরোধের জেরেই হয়েছে। কোনও দরজা বন্ধ ফ্ল্যাটের ভিতরে নয়। প্রকাশ্য রাস্তায় ভিড়ে ঠাসা ধাবার সামনে ১৬ বছরের নাবালক ছেলে যেভাবে তরুণীকে কুপিয়ে খুন করল, তা কলকাতার মতো সুরক্ষিত শহরের পক্ষে মোটেও ভালো বিজ্ঞাপন হতে পারে না বলে বলছে কলকাতা পুলিসের একাংশ।