• কমিশনার বদলের পরেই নৈহাটির তৃণমূল কর্মী খুনে প্রথম গ্রেপ্তার, পুলিশের জালে অক্ষয় গণ
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের দু'দিন পরে অক্ষয় গণ নামে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে ৪ জনকে। শনিবারই ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে ফিরিয়ে আনা হয়েছে অজয় ঠাকুরকে। তিনি শনিবার রাতেই গিয়েছিলেন নৈহাটি থানাতে। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের তদন্ত কোন পথে চলছে তার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন তিনি। তারপরে এই গ্রেপ্তার। সূত্রের খবর, ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে ব্যারাকপুর আদালতে। অক্ষয়কে হেফাজতে নিয়ে টানা জেরা করে খুনের বিষয় আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করছেন তদন্তকারীরা।

    গত শুক্রবার নৈহাটিতে টোটো করে যাওয়ার সময় ইট দিয়ে থেঁতলে আধমরা করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। এরপর তাঁর মৃত্যু নিশ্চিত করতে চালানো হয় গুলি। এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠেছিল গোটা রাজ্য।

    পরে অবশ্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া দাবি করেন, গুলি চালানো হয়নি। থেঁতলেই খুন করা হয়েছে এই তৃণমূল কর্মীকে। ওই কর্মীর মৃত্যুর পরে রীতিমতো তপ্ত হয়ে ওঠে গৌরীপুর এলাকা। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক অভিযোগ তুলেছিলেন, এই ঘটনার নেপথ্যে বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠদের হাত রয়েছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অর্জুন।

    এরই মধ্যে শনিবার ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পদ থেকে আলোক রাজরিয়াকে সরিয়ে ট্রাফিক পুলিশের ডিজির দায়িত্ব দেওয়া হয়। অজয় ঠাকুরকে ফিরিয়ে আনা হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে। নবান্নের তরফে অবশ্য জানানো হয়েছিল এই বদলি রুটিন। অজয় ঠাকুর দায়িত্ব নেওয়ার পরেই সন্তোষ যাদব খুনে গ্রেপ্তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)