আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত নদিয়ার কালীগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। শনিবার রাত বাড়লে অসুস্থবোধ করেন বিধায়ক। তারপরই নাসিরুদ্দিন আহমেদকে নিয়ে যাওয়া হয় পলাশি হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে নাসিরুদ্দিনের বয়স হয়েছিল ৭০ বছর।
রাজ্য রাজনীতির ময়দানে 'লাল' নামেই পরিচিত ছিলেন নাসিরুদ্দিন। তাঁর এক পুত্র ও দুই কন্যা রয়েছেন। বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ দীর্ঘ লড়াই, সংগ্রাম করে জেলা ও রাজ্য রাজনীতিতে নিজের জায়গা পোক্ত করেছিলেন। নদিয়ার মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। উপকারী বলে সুনাম রয়েছে এই বিধায়কের।
রাজ্য রাজনীতিতে পালা বদলের সঙ্গে ২০১১ সালে নাসিরুদ্দিন আহমেদ প্রথমবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন। কিন্তু ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে হেরে যান। পরে অবশ্য সেই জোট প্রার্থী হাসানুজ্জামান তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০২১ সালে অবস্য তৃণমূল ফের নাসিরুদ্দিনকে টিকিট দেয়। কালীগঞ্জ থেকে বিধায়ক হন নাসিরুদ্দিন আহমেদ।