সরস্বতী পুজোয় গরম, ২৪ ঘণ্টা পরেই আবহাওয়া বদল! ফিরছে শীত?
আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভোর থেকে কুয়াশায় মোড়া উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ সরস্বতী পুজো। বাংলা জুড়ে উধাও শীতের আমেজ। মেঘলা আকাশ, কুয়াশাতেও নেই হালকা শীতের শিরশিরানি। তবে আগামী ২৪ ঘণ্টা পরেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। একধাক্কায় ফের নামবে পারদ। ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে কি! মুখিয়ে বঙ্গবাসী।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। তারপর অর্থাৎ সোমবার থেকে দু'দিনে তাপমাত্রার পারদ ফের দু'-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। যদিও তাতেও শীতের আমেজ আর ফিরবে না।
আজ দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষত হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। মেঘলা আকাশ থাকলেও, বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামিকাল, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে কুয়াশার সম্ভাবনা রয়েছে।