• ঘন কুয়াশায় ফের ভোগান্তি, কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত, দেরিতে ওঠানামা করছে একাধিক বিমান
    আজকাল | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার চাদরে ঢাকা সকাল। সরস্বতী পূ্জোর দিন যার জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা। কুয়াশার দাপটে আজ কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত। দেরিতে ওঠানামা করছে একাধিক বিমান।  

    রবিবার ভোর থেকেই কলকাতা সহ পাশ্ববর্তী এলাকা ঘন কুয়াশায় ঢেকে যায়। যার ফলে দৃশ্যমানতা ১০০মিটারে নেমে আসে। এর প্রত্যক্ষ প্রভাব গিয়ে পড়ে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলের উপর। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা ৪০মিনিট নাগাদ এল ভি পি(লো ভিজিবিলিটি প্রসিডিউর) প্রয়োগ করা হয়। যাতে কম দৃশ্যমানতা সত্বেও বিমান চলাচল করানো যায়। 

    এই পদ্ধতি অবলম্বন করার পরে এদিন সকাল ৮টা পর্যন্ত  কলকাতা বিমানবন্দরে মোট ১৭টি বিমান অবতরণ করতে পেরেছে এবং ২২টি বিমান ঘুরপথে অন্যত্র উড়ে গিয়েছে। কম দৃশ্যমানতার জন্য একটি বিমান অবতরণ ও ১০টি বিমান কলকাতা বিমানবন্দর থেকে ছাড়তে বিলম্ভ হয়। একটি বিমান দৃশ্যমানতা কম থাকায় অন্যত্র ডাইভার্ট করানো হয়।
  • Link to this news (আজকাল)