• সরস্বতী পুজোতেও শীতের দেখা নেই, ট্রেনে-বাসে দরদরিয়ে ঘামছে কলকাতাবাসী
    আজ তক | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • Kolkata Temperature Today: কলকাতায় এখন বেশ গরম। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি বেশি। পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ সরস্বতী পুজোতেও জাঁকিয়ে ঠান্ডার কোনও সম্ভাবনা নেই।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি, অসম ও হরিয়ানার উপর ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় জোলো গরম হাওয়া বইছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝার প্রবেশ ঘটবে, যা শীতের সম্ভাবনা আরও কমিয়ে দেবে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলায় আগামী সপ্তাহে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। সর্বত্রই আবহাওয়া ড্রাই থাকবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই।
    ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ দিকে সামান্য শীত ফিরতে পারে। তবে সেটাও বেশিক্ষণ স্থায়ী হবে না। বিশেষজ্ঞদের মতে, ফেব্রুয়ারির মাঝামাঝি শীত পুরোপুরি বিদায় নিতে পারে।

    উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া ড্রাই থাকবে, তবে বেশ কিছু জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে।
    জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কুয়াশার প্রভাব বেশি থাকবে।
    দক্ষিণবঙ্গেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

    এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় শীতের দেখা নেই বললেই চলে। সরস্বতী পুজোয় শীতের আমেজ না থাকলেও, সামনের সপ্তাহে সামান্য ঠান্ডা নামতে পারে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি শীত পুরোপুরি বিদায় নেওয়ার সম্ভাবনা প্রবল।
  • Link to this news (আজ তক)