দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা, ফেব্রুয়ারিতেই বাংলা থেকে বিদায়ের পথে শীত!
বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেব্রুয়ারিতেই বাংলা থেকে বিদায়ের পথে শীত! দক্ষিণবঙ্গে এক ধাক্কায় ৬ ডিগ্রির বেশি বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে রয়েছে গুমোট আবহাওয়া। আজ, রবিবার সরস্বতী পুজো। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল সরস্বতী পুজোতেও এমনই গুমোট গরম থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কাল অর্থাৎ সোমবার থেকে কিছুটা কমতে পারে তাপমাত্রা। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে ২-৩ ডিগ্রি পর্যন্ত হতে পারে পারদ পতন। তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।
আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রি বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। আজ, রবিবার সকালে কুয়াশার আধিক্য ছিল। তবে আজ সারাদিনই আকাশ থাকবে আংশিক মেঘলা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।