• প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক
    বর্তমান | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত নদীয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (৭০)। শনিবার রাতে অসুস্থতা বোধ করায় তাঁকে পলাশী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় বিধায়কের। তাঁর এক পুত্র ও দুই কন্যা রয়েছেন। ২০১১ সালে প্রথমবার তৃণমূলের বিধায়ক হন নাসিরুদ্দিন ওরফে লাল। পেশায় এই আইনজীবী ২০১৬ সালের ভোটে বাম-কংগ্রেস জোটের প্রার্থীর কাছে হেরে যান। ২০২১ সালে ফের নাসিরুদ্দিনকে টিকিট দেয় দল। ভোটে জিতে কালীগঞ্জ থেকে বিধায়ক হন নাসিরুদ্দিন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দলের নেতা-কর্মীরা। নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ জানান, বিশ্বাস করতে পারছি না যে লালদা নেই। আর কাঁধে কাঁধ মিলিয়ে রাজনৈতিক পথচলা হবে না।
  • Link to this news (বর্তমান)