নিরুফা খাতুন: বড়দিন, বর্ষবরণের পর সরস্বতী পুজোও উষ্ণ। তবে সকাল থেকে কুয়াশায় মুড়েছে পথঘাট। দৃশ্যমানতা কমেছে। চলতি সপ্তাহে শীতের আমেজ ফিরলেও কয়েকদিনের মধ্যেই বাংলা থেকে বিদায় নেবে শীত, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্জার জোড়া ফলায় চলতি মরশুমে বারবার বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। দুদিন শীতের আমেজ মিললে পরবর্তী তিনদিন কেটেছে উষ্ণ। বড়দিন এমনকী পৌষ সংক্রান্তিতেও ছিল না ঠান্ডা। সরস্বতী পুজোতে শীতের আমেজটুকুও উধাও। প্রয়োজনই পড়ছে না শীতপোশাকের। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন এরকমই থাকবে আবহাওয়া। সেই সঙ্গে দাপট দেখাবে কুয়াশা। রবিবার ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলোতেও খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং-সহ ছয় জেলায় দাপট দেখাবে কুয়াশা। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। উল্লেখ্য, অতি ঘন কুয়াশার চাদরের মোড়া থাকবে উত্তরপ্রদেশ, সিকিম, বিহার, ওড়িশা। ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু, পুদুচেরিতে। সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়।