বানতলায় ট্যানারির পাইপলাইন পরিষ্কার করতে নেমে বিপত্তি, মৃত ৩ শ্রমিক
প্রতিদিন | ০২ ফেব্রুয়ারি ২০২৫
অর্ণব আইচ: ট্যানারিতে পাইপলাইন পরিষ্কার করতে নামাই কাল। সাতসকালে লেদার কমপ্লেক্সের বানতলায় মৃত্যু হল কেএমডিএ-এর ৩ শ্রমিকের। ইতিমধ্যেই দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের।
রবিবার সকালে লেদার কমপ্লেক্সের ৪৫২ নম্বর প্লটে ট্যানারির পাইনলাইন পরিষ্কার করতে যান শ্রমিকরা। সূত্র মারফত জানা গিয়েছে, পাইপলাইন পরিষ্কার করতে নামার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফারজেম শেখ, হাসি শেখ ও সুমন সর্দার নামে তিন শ্রমিকের কেউই ওঠেননি। এতেই সন্দেহ হয়। পরবর্তীতে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধার হয় ৩ যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ভিতরে আর কেউ আটকে পড়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট মিললেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। কিন্তু নিয়ম মেনে সমস্ত সুরক্ষার বন্দোবস্ত করে ওই শ্রমিকেরা পাইপলাইন পরিস্কার করতে নেমেছিলেন কি? তা নিয়ে উঠছে প্রশ্ন।