• বানতলায় ট্যানারির ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে বিপত্তি, মৃত ৩ সাফাইকর্মী
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • পাইপ লাইন সাফাই করতে নেমে নিকাশি নালায় দুর্ঘটনার কবলে তিন শ্রমিক। রবিবার বানতলার চর্মনগরীর ভিতরে একটি ম্যানহোল পরিষ্কারের সময় ওই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, চামড়া ধোয়ার রাসায়নিক মিশ্রিত জল জমেছিল ওই ট্যাঙ্কে। কেএমডিএ-এর উদ্যোগে তা পরিষ্কারের কাজ চলছিল। বর্জ্য মিশ্রিত তরলে পড়ে যান হাসি শেখ, ফারজেম শেখ, সুমন সর্দার নামে তিন শ্রমিক। ঘটনায় মৃত্যু হয় তাঁদের। ওই ৩ জনের দেহ উদ্ধারের জন্য ম্যানহোলে নামানো হয়েছে ডুবুরি। ব্যবহার করা হচ্ছে মইও।

    স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিন ধরেই অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে ট্যাঙ্কটি। এই ট্যাঙ্কে মূলত চামড়া ধোয়ার জল এসে জমে। সেখানে নামতেই এই বিপদ ঘটে। সূত্রের খবর, প্রথমে ট্যাঙ্কে নেমেছিলেন ১ জন। তিনি দীর্ঘ সময় উঠছেন না দেখে আরও ২ জন ওই ম্যানহোলে নামেন। কিন্তু ভেতরে গ্যাসের বিষক্রিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জনের বাড়ি মুর্শিদাবাদ এবং ১ জনের বাড়ি উত্তর চব্বিশ পরগনা নেজাটে।

    বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে, পর্যাপ্ত ব্যবস্থা না নিয়েই শ্রমিকদের নামানো হয় এই ধরনের ম্যানহোল বা ট্যাঙ্কে। তাতে প্রাণের ঝুঁকি থাকে। কলকাতা-সহ দেশের ৬ শহরে ম্যানহোলে শ্রমিক নামিয়ে কাজ করানো নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং পুরোপুরি বন্ধ। প্রশ্ন উঠছে, আইনকে বুড়ো আঙুল দেখিয়েই কি লেদার কমপ্লেক্সে এই শ্রমিকদের নামানো হয়েছিল?

  • Link to this news (এই সময়)