• মহিলাকে অপহরণের পর ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ, জয়নগরে তোলপাড়
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • এক মহিলাকে অপহরণ করে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় মহিলা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। শনিবার রাতে জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে ওই মহিলার চিৎকার শুনতে পান স্থানীয়রা। এলাকার লোকজনই প্রথমে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে।

    কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই বধূকে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি।

    পুলিশ সূত্রে খবর, ওই মহিলা মগরাহাটের বাসিন্দা। তাঁকে অপহরণ করে জাঙ্গালিয়া গ্রামে নিয়ে আসে সাব্বির নামে এক ব্যক্তি। এরপর নির্জন ফাঁকা মাঠে তাঁকে ধর্ষণ করে সে। এরপর ওড়নার ফাঁস লাগিয়ে বধূকে খুনের চেষ্টা করে সাব্বির, অভিযোগ এমনই। শনিবার রাতে গ্রামবাসীরা ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার আর্তনাদ শুনতে পান। প্রথমে গ্রামের কয়েকজন এগিয়ে যান সেখানে। তাঁদের দাবি, ওই মহিলা ঠিকমতো কথা বলতে পারছিলেন না। তাঁর পোশাকে কাদা এবং মুখে রক্তের দাগ ছিল। গলায় জড়ানো ছিল ওড়না। সঙ্গে সঙ্গে জয়নগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ গয়ে মহিলাকে উদ্ধার করে।

    জয়নগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, মূল অভিযুক্ত সাব্বিরই বা কোথায়, জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, গ্রামবাসীরা আসছেন টের পেয়ে গা ঢাকা দেয় সাব্বির। ওই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

  • Link to this news (এই সময়)