• বাজেটে রাজ্যকে সংস্কার-বার্তা
    আনন্দবাজার | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্থনীতিকে চাঙ্গা করতে আর্থিক সমীক্ষায় রাজ্য ও পুরসভা স্তরে সংস্কার, লাল ফিতের ফাঁস আলগা করে ব্যবসা-সহায়ক পরিবেশ তৈরির পক্ষে সওয়াল করা হয়েছিল। আজ বাজেটেও সেই পরামর্শই উঠে এল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ ঘোষণা করেছেন, দেশ জুড়ে ব্যবসার সহায়ক পরিবেশ তৈরিতে উৎসাহ দিতে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হবে। এই কমিটি পুরনো আইনের সংস্কার করে জনমুখী, নমনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরির রাস্তা খুঁজবে।

    মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ বলেছিলেন, রাজ্য, পুরসভা স্তরে লাল ফিতের ফাঁস আলগা করা প্রয়োজন। আজ নির্মলা বলেছেন, কোন রাজ্য কতখানি বিনিয়োগ-বন্ধু, তার একটি সূচক তৈরি হবে। যাতে রাজ্যগুলির মধ্যে প্রতিযোগিতা বাড়ে। তৈরি হবে দ্বিতীয় সারির শহরগুলিকে ‘গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার’ হিসেবে গড়ে তোলার নীতি। রাজ্যগুলিকে সংস্কার ও পরিকাঠামো তৈরিতে উৎসাহ দিতে ১.৫ লক্ষ কোটি টাকার ৫০ বছরের সুদ-মুক্ত ঋণ বিলি করা হবে। বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করলে রাজ্যের জিডিপি-র ০.৫% অতিরিক্ত ঋণ নেওয়ার অনুমতি মিলবে। পুরসভা স্তরে ও খনি ক্ষেত্রে সংস্কারে উৎসাহ দেওয়া হবে

  • Link to this news (আনন্দবাজার)