• ম্যানহোল থেকে উদ্ধার ৩ সাফাইকর্মীর দেহ, পরিবার পিছু ১০ লক্ষ আর্থিক সাহায্যের ঘোষণা
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • দীর্ঘ চেষ্টার পর কলকাতা লেদার কমপ্লেক্স এলাকার ম্যানহোল থেকে উদ্ধার হলো ৩ জন সাফাইকর্মীর দেহ। মৃতদের নাম হাসি শেখ, ফারজেম শেখ, সুমন সর্দার। তাঁদের মধ্যে ২ জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। আলিমুদ্দিন শেখ নামে মুর্শিদাবাদের এক ঠিকেদারকে এই ম্যানহোল পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই কাজ চলার সময় দুর্ঘটনা ঘটে।

    ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, এই ঘটনার জন্য যে বা যাঁরা দায়ী, তিনি শাস্তি পাবেন। কেএমডিএও এই ঘটনার তদন্ত করবেন বলে জানান তিনি। ফিরহাদ বলেন, ‘কেন তিনজন শ্রমিককে ম্যানহোলে নামতে হলো সেই কারণ খতিয়ে দেখা হবে।’ মৃত শ্রমিকদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

    সূত্রের খবর, রবিবার সকাল ৯টা নাগাদ লেদার কমপ্লেক্সের ভিতরে সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে একটি ম্যানহোলের মধ্যে সাফাই কাজ চলছিল। ট্যানারির বর্জ্য পরিষ্কার করার জন্য এক সাফাই কর্মীকে প্রথমে নামানো হয়। কিন্তু তিনি বেশ কিছুক্ষণ না ওঠার কারণে অন্য দুই জন ওই ম্যানহোলে নামেন। কিন্তু ভেতরেই মৃত্যু হয় তাঁদের।

    পরে ডুবুরি নামিয়ে তিনজনের দেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই ম্যানহোলটি বেশ গভীর ছিল। সেখান থেকে বিভিন্ন রাসায়নিকের দুর্গন্ধও পাওয়া যাচ্ছিল। কী কারণে ওই তিন শ্রমিকের মৃত্যু হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। আলাদা করে গোটা ঘটনার তদন্ত করবে কেএমডিএ-ও, স্পষ্ট করেছেন ফিরহাদ। উল্লেখ্য, কলকাতা-সহ দেশের ৬ শহরে ম্যানহোলে শ্রমিক নামিয়ে কাজ করানো নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে ওই নিয়মকে অমান্য করেই কি এই শ্রমিকদের কাজ করানো হচ্ছিল? উঠছে প্রশ্ন।

    (তথ্য সহায়তা: প্রশান্ত ঘোষ)

  • Link to this news (এই সময়)