• দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন ১.০৭ কোটি মানুষ, তথ্য জানিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • দুয়ারে সরকারে অভূতপূর্ব সাড়া দেখে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, রাজ্য জুড়ে ১.০৫ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্পে পা রেখেছেন ১.০৭ কোটি মানুষ। কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিষেবা পেতে দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে উপচে পড়েছে ভিড়।

    সরস্বতী পুজোর দুপুরে ফেসবুকে একটি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুয়ারে সরকারের নবম পর্বে ১.০৫ লক্ষ ক্যাম্পে এসেছে ১.০৭ কোটি মানুষ। আমরা ৭৬ লক্ষ নয়া আবেদন পেয়েছি। এর মধ্যে ৫০ শতাংশ আবেদন ইতিমধ্যেই প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়েছে।’

    মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে দুয়ারে সরকারের সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনিক আধিকারিকরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি আরও বলেন, ‘সর্বোপরি আমি রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি দুয়ারে সরকার প্রকল্পকে সফল করতে তাঁদের সাহায্য ও ভরসার জন্য।’

    এ বারের শিবিরে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, আনন্দধারা প্রকল্পে মাইক্রো ক্রেডিট ব্যবস্থার ক্ষেত্রে। এর মাধ্যমে ২২৯টি স্বনির্ভর গোষ্ঠী তাদের পণ্য শিবির থেকে সরাসরি বিক্রি করার সুযোগ পাচ্ছে। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ও বার্ধক্য ভাতা পরিষেবার আবেদনের তালিকাও লম্বা।

    গত ২৪ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে নবম বারের দুয়ারে সরকার শিবির। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

  • Link to this news (এই সময়)