• ‘অন্য ভাষাও জানা আছে’, তৃণমূল কংগ্রেসকে সতর্ক করলেন সুকান্ত মজুমদার
    এই সময় | ০২ ফেব্রুয়ারি ২০২৫
  • তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষাতেই বিজেপি জবাব দিতে জানে বলে হুঁশিয়ারি দিলেন  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস এখনই শুধরে না গেলে তাদের শায়েস্তা করার মন্ত্রও তাঁদের জানা আছে বলেও মন্তব্য করেন সুকান্ত।

    নৈহাটির গৌরীপুর অঞ্চলে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল বলে অভিযোগ। নৈহাটির তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদবের খুনের পরেই ওই ঘটনা ঘটেছিল। এই ঘটনায় অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার ওই এলাকা পরিদর্শন করেন সুকান্ত মজুমদার।

    বিজেপির রাজ্য সভাপতির দাবি, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। তাই নানা অজুহাত দিয়ে তাঁদের দলের কর্মীদের আক্রমণ করে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন অঞ্চলে ‘বেলডাঙা মডেল’ তৈরি করতে চাইছে বলেও অভিযোগ সুকান্ত মজুমদারের। তিনি বলেন, ‘ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এই রকম পরিবেশ তৈরি করতে চাইছে। তৃণমূল কংগ্রেস যদি শুধরে না যায়, তাহলে তাদের শোধরানোর মন্ত্র আমাদের জানা আছে। যখন প্রয়োগ করার দরকার তখন তা প্রয়োগ করা হবে। যখন এই মন্ত্র প্রয়োগ করা হবে তখন তৃণমূল ভয়ে কাঁপবে।’

    একই সঙ্গেই সুকান্তর দাবি, তাঁরা রক্ত এবং হিংসার রাজনীতি করতে চান না।  তবে, যদি তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে অন্য পথ নিতে হয় তা নিতে পিছপা হবে না বিজেপি। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু কেউ যদি অন্য ভাষা বুঝতে চান তাহলে তাঁকে বোঝাতে সেই ভাষাই প্রয়োগ করতে আমরা বাধ্য হব।'

  • Link to this news (এই সময়)